রবিবার ১০ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ১৪ এপ্রিল ২০২৪ ১৫ : ২৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বিজেপির নির্বাচনী ইস্তাহারকে জুমলা পাত্র বলে কটাক্ষ করল বিরোধীরা। তাদের দাবি ইস্তাহারে যে বলা হয়েছে তা মিথ্যা প্রতিশ্রুতি। তৃণমূলের পক্ষ থেকে শশী পাঁজা বলেন, বুলডোজের রাজনীতি করা হচ্ছে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে বিঘ্নিত করা হয়েছে। এই নির্বাচনী ইস্তাহারের কোনও দাম নেই। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপির ইস্তাহারে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের কোনও জায়গা নেই। সাধারণ মানুষের কাছেও আশার আলো বলে কিছুই নেই। দেশের যুব সমাজ মোদির ফাঁদে পা দেবেন না। কংগ্রেসের হাত ধরেই বেকারত্বের সমাধান হবে। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, বিজেপির ইস্তাহার সংবিধান বদলাও পাত্র। এতে দেশের ঐতিহ্য নষ্ট হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের আয় বাড়বে। বিজেপির কোনও গ্যারান্টিরই কোনও দাম নেই। দিল্লির আপ মন্ত্রী আতিশী বলেন, জুমলা পাত্র নিয়ে কিছুই করতে পারবে না বিজেপি। দেশে বেকারত্ব নিয়ে চিন্তিত সকলেই। রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকা হয়েছে। ডিজেলের দাম ৫৫ টাকা থেকে ৯০ টাকা হয়েছে।